সুমাইয়া আক্তার শিখা
স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল,বিআইডিসি সহ বিভিন্ন যায়গায় চুরির হিরিক পড়ে গেলে ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়ে,মানুষের মুখে মুখে গুন্জন,সিসি টিভি থাকা সত্তেও কিভাবে এরা করছে চুরি,অবশেষে আটক।
চৌড়হাস মোড়ে দুইটি দোকানের টিন কেটে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক -১, এবং আশেপাশে জগতি, বিআইডিসি, বটতৈল, এসব এলাকার চুরির সাথে ও জড়িত ছিল সে সকল স্বীকার করেছে,তাদের একটি গ্যাং আছে তাদেরকে লিড দেয় লায়লা।কে এই লায়লা। ছেলের বয়স ১৪বছর, বাড়ি জগতি রেল পট্টিতে, এবং ওর সাথে আরো দুইজন ছিল একই বয়সের তারা পালিয়েছে। ছেলেটি নিজেই বলল আমরা লায়লা ম্যাডামের লোক, লায়লা ম্যাডামের হয়েই আমরা কাজ করি, লায়লা ম্যাডামের বাড়ি বটতৈল। এবং আরো বললো আমাকে পুলিশ নিয়ে গেলে আমার কিছুই হবে না, এক ঘন্টার ভিতরে আমি আবার ছাড়া পেয়ে যাবো। এবং সে নিজে স্বীকার করলো আমি এই পর্যন্ত চারবার ধরা খেয়েছি। প্রশাসন লায়লা ম্যাডামের হাতে,তাদেরকে মাসোয়ারা দেয়।
Leave a Reply