রুবেল রানা,
জেলা প্রতিনিধি,কুষ্টিয়া।
কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের প্রয়াতদের স্মৃতি সংরক্ষণে তিন যুবক ব্যতিক্রমী উদ্যেগ গ্রহণ করেছেন।
গত এক মাসে প্রায় দেড়শতাধিক প্রয়াত ব্যক্তির ছবি সংগ্রহ করে সেটির ভিডিও তৈরী করেছেন তিন যুবক।
তারা হলেন,
মোঃ জাকিরুল ইসলাম, আলমগীর হোসেন, ও ইউনুস আলী।
ছবি সংগ্রহে আরও সহযোগিতা করেছেন, তরিকুল ইসলাম, আজিম হোসেন, ডাঃ জীবন, সাগর আহম্মেদ প্রমুখ।
এ বিষয়ে ধুবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জনাব মিজানুর রহমান মিজান মোল্লা বলেন, আমাদের মিরপুর উপজেলায় নব গঠিত ধুবাইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন সময় অসংখ্য মানুষ প্রয়াত হয়েছেন। এসব মানুষ কালের বিবর্তনে যেন হারিয়ে না যায় সেইদিকে লক্ষ্য রেখে গত একমাস আগে এমনই একটি উদ্যগ গ্রহণ করেন এই তিন তরুণ যুবক।
এরপর অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মৃত ব্যক্তিদের ছবি সংগ্রহ করে, এখন পর্যন্ত প্রায় দেড়শতাধিক মৃত ব্যক্তির ছবি সংগ্রহ করেছে। এইসব ছবি ০৭টি খন্ড আকারে ভিডিও নির্মাণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে জনমুখে সু’আলোচনা সৃষ্ঠি করেছে। এবং তাদের ভিডিওতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ( প্রয়াত পুরুষ) মানুষের ছবি স্থান পেয়েছে।
তিন যুবকের এমন উদ্যেগ ইতমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।
১নং সদস্য জনাব আসলাম হোসেন,
২নং ওয়ার্ড সদস্য জনাব রেজাউল করিম,
৩নং ওয়ার্ড সদস্য শাজজামান (বরুন)
তাদের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন
আগামীর পরিকল্পনার সম্পর্কে এই তিন উদ্যোক্তার ইচ্ছা এক হাজার প্রয়াত ব্যক্তিদের ছবি সংগ্রহ শেষ হলে এটি উন্মুক্ত স্থানে বড় পর্দায় প্রদর্শন করা,ও সকল প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা।
তবে পরিকল্পনা টি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর’।
যে সকল প্রয়াত ব্যক্তি হারিয়ে গেছেন কিম্বা অনেকটা ভুলেই গেছেন এই প্রয়াতদের মুখচ্ছবি তুলে ধরার কারণে স্মৃতি পটে তারা আবার ভেসে উঠছেন। এই কাজে প্রয়াতদের আত্নীয় স্বজনরাও যেন সার্বিক সহযোগিতা করেন’ এবাই যুবকদের মনের আশা।
Leave a Reply