জেমস আব্দুর রহিম রানা: কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মণিরামপুরের দুইজন কৃষি উদ্যোক্তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরষ্কার দেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্থানীয় হরিনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এই পুরষ্কার প্রদান করেন। পুরষ্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তারা হলেন উপজেলার মনোহরপুর ইউনিয়ন দি হাঙ্গার প্রোজেক্টের উজ্জ্বীবক ও উপজেলার শ্রেষ্ঠ কম্পোষ্ট সার সার উৎপাদক পরিমল বিশ্বাস এবং দূর্বাডাঙ্গা ইউনিয়নের নারীনেত্রী রোজিনা বেগম ।
সম্প্রতি কৃষি যান্ত্রীকরণে সমালয়ে চাষাবাদের গুরুত্ব শীর্ষক মাঠ দিবস- ২০২১ উপলক্ষ্যে ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষকদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যান্ত্রীকরণে সমালয়ে চাষাবাদের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মনিরামপুর বাসির অহংকার, গন মানুষের প্রিয় নেতা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হাসান, উজ্জীবক সমন্বয়ক অমর রায় প্রমুখ। উক্ত সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
প্রধান অতিথি এসময় পুরষ্কার প্রাপ্ত কৃষকদের হাতে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
Leave a Reply