তুহিন হোসেন কেশবপুর যশোর প্রতিনিধি
কেশবপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ২য় দিন রবিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাসিমা সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার এম আলমগীর হোসেন প্রমুখ।
অপরদিকে রবিবার বিকালে উপজেলার কাটাখালি বাজারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রাম্যমানচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা ও উপজেলা সহকারী মৎস্য অফিসার এম আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply