মোঃ বাবলু মিয়া স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা নিবেদন,কালোব্যাজ ধারন, আলোচনা সভা,মিলাদ মাহফিল ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরন।সোমবার (১৫ই আগষ্ট) দুপুরে পৌর পাঠাগারে পৌরসভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান এর সভাপতিত্বে ও পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য মেয়র জনাব সহীদুজ্জামান সেলিম,বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান,২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মাজেদ প্রমুখ।বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের দেশপ্রেমের কথা উল্লেখ করে আলোচনা করেন।এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সুব্রত চক্রবর্তী,রকিব উদ্দীন,মহিলা প্যানেল মেয়র শারমিন আক্তার সাথী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিম,রত্মা পারভিন সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী,বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ,স্থানীয় সুধীজন ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।আলোচনা শেষে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওতার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।পরবর্তীতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
Leave a Reply