প্রেস নোট
তাং-২৪/০৮/২১ খ্রিঃ
কোতোয়ালি থানা কর্তৃক আগ্নেয়াস্ত্র, গুলি, বার্মিজ চাকু, চাইনিজ কুড়ালসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ১।
ঘটনার বিবরণ ও গ্রেফতারঃ
ইং ২০/০৮/২১ তারিখ ১৮:৩০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন প্যারিস রোডে ভিকটিম সোহানুজ্জামান সাগর (২২) কে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা চাকু দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।তাৎক্ষণিক চিকিৎসার জন্যে ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট
জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্বাস্থ্যে অবনতি ঘটলে উন্নত
চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এ সংক্রান্ত কোতোয়ালি মডেল থানার মামলা নং-১০৫, তাং-
২৩/০৮/২১ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজিব মামলার তদন্তকালীন তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আসামী সনাক্ত করেন এবং ঘটনায় জড়িত আসামী (১) আলী রাজ বিশ্বাস অপূর্ব @ মন্টু @ শুটার রাজকে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদের
এক পর্যায়ে স্বীকার করে যে আসামীর বসতবাড়ি বেজপাড়ায় তার রান্না ঘরের ভিতর তার আগ্নেয়াস্ত্র রক্ষিত আছে। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার, ক- সার্কেল জনাব বেলাল হোসাইন সহ অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা জনাব তাজুল ইসলামদ্বয়কে অবগত করলে তাদের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজিব ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব শেখ তাসমীম আলম, এসআই শংকর কুমার সাহা, এসআই ফজলুর রহমান,
এএসআই আল মিরাজ খানের সমন্বয়ে একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানাধীন বেজপাড়া আসামী রাজের বসত
বাড়ির রান্না ঘরের ভিতর হতে ২৪/০৮/২১ তারিখ ০০:৪৫ ঘটিকায় আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে ১টা আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি, ১টা বার্মিজ চাকু, ১টা চাইনিজ কুড়াল উদ্ধার করেন। আসামী রাজের বিরুদ্ধে ইতোপূর্বে ১ টা অস্ত্র, ১ টা মাদক, ১ টা মারামারিসহ ০৩ টা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী নাম-ঠিকানাঃ
(১) আলী রাজ বিশ্বাস অপূর্ব@মন্টু @শুটার রাজ(১৯), পিতা- মোঃ মিরাজ বিশ্বাস, সাং- বেজপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-
যশোর।
উদ্ধারকৃত আলামতের বর্ননাঃ
(১) ০১ টা আগ্নেয়াস্ত্র।
(২) ০১ রাউন্ড গুলি।
(৩) ০১ টা বার্মিজ চাকু।
(৪) ০১ টা চাইনিজ কুড়াল।
” বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ, সত্যিই উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ “।
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর এর পক্ষে
জনাব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর।
Leave a Reply