মোঃ মনিরুল ইসলাম লিমন
স্লোগান মূমুর্ষ রোগিকে করবো রক্তদান” এই স্লোগান কে সামনে রেখে ক্ষনস্থায়ী ব্লাড ডোনেশন গ্রুপ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও টি-শার্ট এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব (KBDC) গ্রুপের টি-শার্ট উন্মোচন ও মতবিনিময় সভা
প্রতিষ্ঠাতা সাগর সেরনিয়াবাত এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। সভাপতি তার বক্তব্যে সুন্দর সুশৃংখল গোছানো এই অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য ব্লাড ডোনেশন গ্রুপ ক্ষনস্থায়ী’র সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, আজকাল যেখানে যুবসমাজের টিকটক নিয়ে ব্যস্ত সেখানে আগৈলঝাড়ার যুবসমাজ সমাজসেবামূলক এবং চ্যারিটেবল কাজে নিয়োজিত এজন্য তিনি ক্ষনস্থায়ী ব্লাড ডোনেশন গ্রুপের সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এই স্বেচ্ছায় রক্তদানকে আগৈলঝাড়া বাসিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং শুধু আগৈলঝাড়া নয় সারা বরিশাল বাসির স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় ক্ষনস্থায়ী ব্লাড ডোনেশন গ্রুপ এর পক্ষ থেকে ক্ষনস্থায়ী ব্লাড ডোনেশন গ্রুপ’র লোগো টি-শার্ট উন্মোচন করা হয় এবং সংগঠনের জুলাই মাসের সেরা ভলান্টিয়ারদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়। জুলাই মাসের সেরা ভলান্টিয়ার হন প্রথম হৃদয় দও, দ্বিতীয় নাদিরা আক্তার, তৃতীয় সোহাগ সরদার।
অনুষ্ঠানের শেষ প্রান্তে গ্রুপের সকল সদস্যদেরকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এবং ক্ষনস্থায়ী ‘গ্যালারী & শাড়ী’ ঘরের ১০% লভাংশ দিবে অসহায়দের সেবায় ব্যয় করার ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সাগর সেরনিয়াবাত
Leave a Reply