পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন এর চেয়ারম্যান আলতাফ হাওলাদার একটি ইটের ভাটা থেকে চাঁদা না পেয়ে ব্রিকফিল্ডে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ কারার ঘটনায় ব্রিকফিল্ড মালিল ও ট্রলির মালিকের দায়ের করা মামলায় পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাফ হাওলাদারসহ ২২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (০৬ই সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী দ্রুতবিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালতের বিজ্ঞ বিচারক মো: আমিরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আলআমীন হাওলাদার জানান,ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হাওলাদার ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাংগা গ্রামে শহীদ গাজীর, “গাজী ব্রিকফিল্ডে” তার দলবল নিয়ে পূর্বের পাওনা টাকা না দিয়ে পুনরায় ৫ লাখ টাকা চাদার দাবীতে হামলা চালায়।এ সময় তারা ব্রিকফিল্ডের অফিস গৃহের আলমারীতে ইটবিক্রীর নগদ ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়া সহ বিভিন্ন স্থাপনা ভাংচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে ৩৫ লাখ টাকার সম্পদের ক্ষতি সাধন করে।এ মর্মে শহীদ গাজী পটুয়াখালী আদালতে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারী চেয়ারম্যান আলতাফ হাওলাদার সহ ১৫ জনের নাম উল্লেখ আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে আদালতে নালিশী দায়ের করলে আদালত পটুয়াখালী সদর থানাকে এজাহার গ্রহন পূর্বক আইনগত: ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।মামলা নং১৩৯/২১ ।
এ ছাড়াও ব্রিক ফিল্ডে হামলার সময় ব্রিকফিল্ডে থাকা মো: শাহাবুদ্দিন মোল্লার দুটি আইশার কোম্পানির ট্রাক্টর সহ ট্রলি পুড়িয়ে দেয় আলতাফ হাওলাদর সহ তার দলবল।এতে তার ৩১ লাক্ষ টাকা ক্ষতি হয়েছে। ট্রাক্টর মালিক মো:শাহাবুদ্দিন মোল্লা চেয়ারম্যান আলতাফ হাওলাদর সহ ১৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ২০-২৫ জনকে আসামী করে আদালতে পৃথক নালিশী দায়ের করলে বিজ্ঞ আদালত পটুয়াখালী সদর থানাকে এজাহার পূর্বক আইনগত: ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।মামলা নং ১৬০/২১।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় উভয় মামলার একত্রিত পদক্ষেপ নেয়।
এদিকে চেয়ারম্যান আলতাফ হাওলাদার মামলার অন্য আসামীদের নিয়ে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। এদিকে আজ নিম্ম আদালতে চেয়ারম্যান আলতাফ হাওলাদার ২২ জন নিয়ে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামনজুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
Leave a Reply