ক্ষণিক তুমি মহারাজা
মস্ত বড় বীর,
মুসাফির বেশে ধরণীতে এসে
ধরেছো কি সঠিক পীর?
কোটি টাকার প্রশ্ন আমার
দিলেম তোমায় ছুড়ে
সত্য-ন্যায়ের পথের দিশা-
পুষবো হৃদয় জুড়ে।
শেষ ঠিকানা কোথায় আবার!
দেখছি কত শত
কেউ বেঁচে নেই মোদের প্রস্থান
হবেই সময় মতো।
সেই কারণে বাড়াবাড়ি নয়;
না করি অহংকার বড়াই
লিচু, ক্ষমতা ও মানুষের যৌবন-
ক্ষণস্থায়ী। আর মিথ্যে বেসাতির লড়াই।
কাব্যগ্রন্থ/আত্মচিৎকার
Leave a Reply