আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।
র্যাব-৬ অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে ৩ ক্যারেট অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি মাছ জব্দ করেন।
এ অপরাধে ৭জনকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রূবাইয়া তাছনিম প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং জব্দকৃত মাছ নদীতে ফেলে বিনষ্ট করা হয়।
জানা যায়,র্যাব-৬ এর এ এস পি পহন চাকমা এর নেতৃত্বে ১১আগষ্ট পূর্বরূপসা ঘাট এলাকায় বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালায়। এ সময় প্রিয় ফিস নামক মাছ ঘর এর মধ্য থেকে চিংড়িতে পুশকৃত অবস্থায় ৯ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে দুই জন ১৮ বছরের নিচেই বয়স হওয়ায় তাদেরকে সাধারণ ক্ষমা করে বাকি সাতজনকে এক মাস করে একারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, বাবুল শেখ(৪৬), ইমন মোল্লা(২২),রফিকুল ইজারাদার(৩২),
সেলিম(৪৫),মুনসুর শেখ(৫৫), আনন্দ গাইন (৪৮) টিপু সিকদার(৫৬)।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, ক্যাম্প ইনচার্জ কামাল হোসেন,এএস আই আনিচুর রহমান ও র্যাব সদস্য বৃন্দ।
Leave a Reply