মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনায় পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা,শিল্প ও সাহিত্য পৌঁছে দেন ১৬ বছরের কিশোর মোঃ আলভী শেখ।খুলনায় বেশ কিছু বস্তি এলাকা রয়েছে।তার মধ্যে নগরীর ময়লাপোতা টিনা বস্তি,গল্লামারী দরগাপাড়া,খোঁড়া বস্তি সহ কিছু বস্তি এবং রেলস্টেশনে থাকা পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মোঃ আলভী শেখ বিনামূল্যে শিক্ষা,সংস্কৃত,শিল্প ও সাহিত্য পৌঁছে দিতে কাজ করছে।মোঃ আলভী শেখ(১৬) নগরীর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।সে শৈশব থেকেই শিশু সংগঠনের সাথে জড়িত।শিশুদের শিক্ষায় সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।তার স্বপ্ন বাংলাদেশ সকল শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিবেন।বাংলাদেশে শিক্ষাহীণ কোন শিশু থাকবেনা।শিক্ষাকে সে সকলের দ্বারেদ্বারে বিনামূল্যে পৌঁছে দিতে চায়।শিক্ষার পাশাপাশি শিল্প,সংস্কৃত চর্চার মধ্যে দিয়ে শিশুদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়।শিশুদের অধিকার রক্ষায় কাজ করতে চায়।বাল্য বিবাহ মুক্ত,শিশু হত্যা মুক্ত দেশ গড়তে চায়।বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কথায় অনুপ্রাণিত হয়ে “নতুন প্রজন্মকে ধরতে হবে এই বাংলাদেশর হাল,গড়তে হবে সোনার বাংলাদেশ” আলভী শেখ কাজ করে যাচ্ছেন শিক্ষা ও শিল্প নিয়ে।
ইতিমধ্যে,আলভী নগরীর প্রায় ১২০০ জন শিশুকে শিক্ষা ও শিল্প কার্যক্রমে যুক্ত করতে পেরেছে।কিছু মেয়ে শিশুদেরকে শিক্ষার পাশাপাশি বিভিন্ন সরকারি/ বেসরকারি সংগঠনের সাথে যোগাযোগ করে কারিগরি শিক্ষা প্রদান করেছেন।মোঃ আলভী শেখ মনে করেন,তাঁর বয়সী ছেলে মেয়েরা যদি এমন শিক্ষা নিয়ে কাজ করে তাহলে আমাদের বাংলাদেশ ও কিছু দিনের মধ্যেই পারবে পৃথিবীর বুকে ১০০% শিক্ষার হার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে।
তার এই শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য অনেক সংগঠন থেকে সম্মানিত হয়েছেন।খুলনা নগরীর এক সামাজিক সংগঠনের সভাপতি বলেনঃআমাদের দেশে এমন উদ্যোগ খুব কম।এমন অবদান আমাদের প্রত্যেকেরই মূল্যায়ন করা উচিত এবং যারা এমন মহৎ কাজ করছেন তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।
Leave a Reply