আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।
খুলনা জেলা আইনজীবী সমিতিতে ২০২১ সালের আইনজীবী হিসেবে যোগদানকারীরা গেট টুগেদার ও প্রীতিভোজ অনুষ্ঠান পালন করেছে।
২৫ সেপ্টেম্বর,২০২২ তারিখ রাত ৮ টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গার দেশী কিচেন হোটেলে এ অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়। জানা যায়,আমরা ২১’এর সদস্যরা গত বছর ওই দিনে আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড.এম,আলমগীর হোসেন,অ্যাড.মো.রায়হান আলী,অ্যাড.মো.নজরুল ইসলাম,অ্যাড.মো.বেল্লাল গাজী,অ্যাড.মো.আশরাফুল আলম,অ্যাড.উজ্জ্বল চন্দ্র দে,অ্যাড.মো.মোজাফফার হোসেন,অ্যাড.মো.কবির হোসেন,অ্যাড.রিনা আক্তার,অ্যাড.মোরাদ হোসেন,অ্যাড.সোনিয়া আক্তার,অ্যাড.এম,এম,সায়েম আলী,অ্যাড.রেজিনা খাতুন,অ্যাড.এস,এম আনোয়ারুল আজিম,অ্যাড.মোছা রিমা খাতুন এনি,অ্যাড.কানিজ মরিয়ম,অ্যাড.মোস্তাহিদুর রহমান বাবু,শেখ ইকবাল মোর্শেদ,অ্যাড.সালমা খাতুন,অ্যাড.বশির আহম্মেদ,অ্যাড.ফরিদ-উদ-জামান সাকিব,অ্যাড.শাহজাহান ঠাকুর,অ্যাড.শামীম আহমেদ,অ্যাড.মহিতোষ সানা,অ্যাড.কাজী সাইফুল ইসলাম,অ্যাড.মোসাঃ মনোয়ারা,অ্যাড.দিপায়ন মল্লিক,অ্যাড.নারায়ন কুমার মন্ডল,অ্যাড.তাহরিমা পারভীন রিমা প্রমুখ।
Leave a Reply