জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ৩০/০৮/২০২১ খ্রিঃ তা রিখ বিকাল ০৪.৫০ টার সময় মামলার ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী গ্রামস্থ চক্রাখালী বাজারে বাংলালিংক টাওয়ারের সামনে খুলনা টু চালনা সড়কের উপর হতে আসামী ১। মোঃ আলী সরদার@সুমন (৩২), পিতা-জাহাঙ্গীর সরদার, সাং-মানিকতলা, (মুন্সীপাড়া, বৌ বাজার), থানা-দৌলতপুর, কেএমপি খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে একটি প্লাষ্টিকের ব্যাগের তৈরী বাজার করা ব্যাগের মধ্যে কসটেপ ও খবরের কাগজ দিয়ে মোড়ানো ৫০০ (পাঁচশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ৩০/০৮/২০২১ তারিখ ০৫.০৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে বটিয়াঘাটা থানার মামলা নং- ০৯, তারিখ- ৩০/০৮/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।
Leave a Reply