ডেস্ক রির্পোটঃ খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ০২/০৯/২০২১ খ্রিঃ তারিখ ১৯.০৫ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর সাকিনস্থ খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের উত্তর পাশে একটেল টাওয়ারের সামনে থেকে আসামী ১। কাজী মাহাবুবুর রহমান (৫২), পিতা- কাজী মুজিবুর রহমান, মাতা- জাহিদা খাতুন, সাং- আটারই(আত্রাই), ২। মোঃ হাবিবুর রহমান খাঁ (৩০), পিতা- মৃত: মফেজ খাঁ, মাতা- রহিমা বেগম, সাং- জিয়ালা নলতা, উভয় থানা- তালা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ৩০০+২০০=৫০০ (পাঁচশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা প্রত্যেকে বের করে দেন। এসআই (নিঃ) সৌরভ কুমার দাস উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ০২/০৯/২০২১ তারিখ ১৯.২৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) সৌরভ কুমার , জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ০৮, তারিখ- ০২/০৯/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন
Leave a Reply