নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত সংগীয় অফিসার ও ফোর্সসহ দিঘলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ০২/১২/২০২১ তারিখ ১৫.৪০ টার সময় মামলার ঘটনাস্থল,দিঘলিয়া থানাধীন ০৩নং দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া গ্রামস্থ দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন সাতক্ষীরা দত্ত ডেয়ারীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১) জনি শেখ (৩০), পিতা-মৃত ওয়াজেদ শেখ, মাতা-আনোয়ারা বেগম, সাং-দিঘলিয়া (দক্ষিন পাড়া, ওয়ার্ড নং-০৩), থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে একটি নীল রংয়ের জিপার পলিপ্যাকের ভিতর রক্ষিত হালকা কমলা রংয়ের ২০০(দুইশত) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত ০২/১২/২০২১ তারিখ ১৬.০৫ ঘটিকার সময় জব্দতালিকা করতঃ দিঘলিয়া থানার মামলা নং- ০১, তারিখ- ০২/১২/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে।
Leave a Reply