মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
আগামী ৪ঠা ২০২১ ডিসেম্বর শনিবার, শিক্ষা তথ্য ও বিনোদনের অন্যতম মাধ্যম” বাংলাদেশ সরকারের সরকারি সংস্থা” বাংলাদেশ বেতার কেন্দ্রের শ্রেষ্ঠ আঞ্চলিক বেতার, বাংলাদেশ বেতার খুলনা”র ৫১তম জন্মদিন। এ দিকে বাংলাদেশ বেতার খুলনা”র ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে” খুলনা জেলার রূপসা উপজেলায় প্রতিষ্ঠিত, বাংলাদেশ বেতার খুলনা”র স্বনামধন্য অঙ্গ সংগঠন” শিক্ষা তথ্য ও সাংস্কৃতিক জীবনের সুন্দর পথ প্রদর্শন করে এই প্রতিপাদ্য নিয়ে” শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘের পক্ষ থেকে” বাংলাদেশ বেতার খুলনার ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালকঃ মোঃ শামীম হোসেন সহ বাংলাদেশ বেতার খুলনা”র সকল কর্মকর্তা ও কলাকুশলী সহ বাংলাদেশ বেতার খুলনা” প্রাণের স্পন্দন” সকল শ্রোতা সংঘ ও শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হোক শুভ জন্মদিন” শুভ হোক খুলনা বেতারের শুভ জন্মদিন।
শুভেচ্ছান্তেঃ
মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ।
সভাপতিঃ শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ ও প্রধান সম্পাদক ও প্রকাশকঃ অনলাইন দৈনিক রূপসা বার্তা।
Leave a Reply