লিয়ন ইসলাম
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ২নং ওয়ার্ড শ্যামলীবাগে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখল চেষ্টায় বাধা দেয়ায় প্রায়,১৫ জনকে আসামি করে হয়রানি মূলক চাঁদাবাজির মামলা করা হয়।
ঘটনাসূত্রে জানা যায়ঃ-উপজেলার শ্যামলীবাগের স্হায়ী বাসিন্দা শাহজালাল(৩৫)পিতা মৃত মালেক বেপারী গত ৮ (সেপ্টেম্বর)বুধবার বেলা ৩ টায় দুধা মিয়া(৩২)পিতা মৃত্যু নূর মোহাম্মদ হাং সাং গ্রামর্দ্দন পানপট্টি। নামের ঐ ব্যক্তি উপজেলায় বাড়ি নির্মানের জন্য (৬ শতাংশ) ক্রয়কৃত জমি ভূয়া দলিল দিয়ে দখল করে বাড়ি তৈরি করতে গেলে তাতে বাধা দেয় জমির মালিক দুধা মিয়াও তার ছোট ভাই স্বপন (৩০)। জমি দখল চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্ত শাহজালাল প্রায় ১৫ জনকে আসামী করে হয়রানি মূলক চাঁদাবাজি মামলা করেন। এবং জমির প্রকৃত মালিক দুধা মিয়াকে প্রানেমারার হুমকি দিয়ে থাকেন। এর আগেও কয়েকবার জমির মালিক দুধা মিয়াকে তার ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মানে বাধা প্রধান করা হলে। তিনি এ বিষয় গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার ইসলাম কে জানালে অভিযুক্ত শাহজালাল কে ওসি থানায় ডেকে একাধিকবার সাবধান করার পরেও তিনি জমি দখলের সমস্ত চেষ্টা চালিয়ে যেতে থাকে।উক্ত ঘটনার সঠিক তদন্ত চেয়ে গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করেন জমির মালিক দুধা মিয়া।
উল্লেখ্যঃ উক্ত হয়রানি মূলক মামলায় জমির মালিক দুধা মিয়ার ছেলে সিয়াম(১৩) অষ্টম শ্রেণির ছাত্র তাকে ৬ নাম্বার আসামি করা হয়। কিশোর সিয়ামকে মামলার আসামি করায় পিতা দুধা মিয়া বলেন এটা মানবাধিকার বিরোধী এবং মামালাটি যে সম্পূর্ণ হয়রানি মূলক এটাই তার বড় প্রমান।
Leave a Reply