মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপির সার্বিক দিক নির্দেশনায়, বিভাগীয় কমিশনের নেতৃত্বে, জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধানে আজ ০৭/০৮/২০২১ তারিখ গাংনী উপজেলায় পৌরসভাসহ ৯টি ইউনিয়নে একযোগে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে কোভিড-১৯ টীকাদান কর্মসূচি সম্পন্ন হয়।
প্রতিটি কেন্দ্রেই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব এবং মেম্বারগণ উপস্হিত ছিলেন। স্বল্প সময়ের নোটিশে অনেক আন্তরিকতার সাথে টিকাকেন্দ্র প্রস্তুত এবং তালিকা তৈরি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) গাংনী, প্রতিটি কেন্দ্রের ট্যাগ অফিসারবৃন্দ, তদারকি কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, আনসার ব্যাটালিয়ন, গ্রাম পুলিশ, বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম এবং সাংবাদিকবৃন্দসহ যারা দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টিকাদানকেন্দ্র পরিদর্শনের জন্য মেহেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়, শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার, পুলিশ সুপার মহোদয়, সিভিল সার্জন মহোদয়, ডিডিএলজি স্যার, বিজ্ঞ পিপি মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) স্যার, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং মেয়র মহোদয়কে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অত্যন্ত পরিশ্রম এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সদস্যগণকে জানাই অশেষ ধন্যবাদ। সবাই যার যার জায়গা থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আজকের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
Leave a Reply