আব্দুল খালেক সুমন:
জিএমপির অপরাধ(উত্তর) বিভাগের অতিঃ উপ পুলিশ কমিশনার জনাব রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে এসি (সদর জোন),পুলিশ পরিদর্শক (তদন্ত,সদর থানা) ও ফোর্সের সমন্বিত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানাধীন
ভোড়া আফছুর দোকান সংলগ্ন বায়তুল মনির জামে মসজিদের সামনে থেকে দশ হাজার পিস(১০০০০) পিস ইয়াবা সহ দুজন আসামীকে গ্রেফতার করা হয়েছে ও একটা টয়োটা এক্সিও গাড়ি জব্দকরা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় দুই জন হল ১) মোঃ সোহেল(৩৮)
পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন
মাতা মোসাম্মৎ সিদ্দিকা বেগম
গ্রাম -চা বাগান বাশতলা
ওয়ার্ড নং ২৯
গাজীপুর মহানগর।
২)মোঃ আব্দুল মোমেন(২৮)
পিতা-মোঃ তারা মিয়া
মাতা -মোসাম্মৎ মনোয়ারা বেগম
গ্রাম- ভারারুল জামতলা
ওয়ার্ড নং- ৩১ গাজীপুর মহানগর।
Leave a Reply