গাজীপুর বাসন থানায় আসল পুলিশের হাতে ভুয়া পুলিশ গ্রেফতার।
ইং ১৮/১২/২১ইং তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় চান্দনা চৌরাস্তা থেকে মোঃ বাবলু (২৮),পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন গ্রামঃ ফোমগাঁও, থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা সাং- ভোগড়া (ইমরান সরকারের বাড়ির ভাড়াটিয়া), থানা- বাসন,গাজীপুর মহানগর কে বাসন থানাধীন চৌরাস্তা থেকে ধৃত করা হয়। গ্রেফতারকৃত আসামী বাসন থানাধীন বিভিন্ন জায়গায় পুলিশের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়া নিজের নাম ব্যাবহার করে পুলিশ এর ভিজিটিং কার্ড, লেজার লাইট, পুলিশের জুতা,ও খেলনা পিস্তল প্রদর্শন পূর্বক মানুষকে ভয়ভীতি দেখাইয়া চাঁদার টাকা আদায়কালে চাঁদার ২০০০/ টাকা সহ গ্রেফতার করা হয়।
Leave a Reply