হারুন আর রশীদ ঃ- গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে মানবদেহের হাড় চুরির এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী,আটক করার পর এলাকাবাসী থানায় জানায়, সঙ্গে সঙ্গে ঘটনার তস্তে পুলিশ আসে।
মঙ্গলবার (১০ শে আগষ্ট) ভোর ৪ টার দিকে জাকির নামের এক ব্যক্তিকে আটক করেন এলাকাবাসী। এরকম কংকাল চুরির আরো ঘটনা এ এলাকায় ঘটেছে বলে জানা যায়। চন্নাপাড়া মাদ্রাসার পাশে দুটি কবর ছিল একটি কবর ৪ মাস আগের, আর একটি করব আনুমানিক ৩ থেকে ৪ বছর আগের দেয়া হয়। দুটি কবরের কংকাল উঠিয়ে ব্যাগে ভরে ফেলার সময় ধরা পড়ে জাকির হোসেন।আটককৃত চোর জাকির হোসেন, বাড়ি সুনামগঞ্জের তাহেরপুরে বলে জানাযায়। শ্রীপুর পৌর এলাকায় আনসার রোডে বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি।সে দিনে গার্মেন্টসে চাকরী করে, আর রাতে কংকাল চুরি করে বলে শিকার করেন তিনি। এর আগে একই এলাকাই সে মোট ৫ টি কংকাল চুরি করে বলে জানায়। তার আরো ২ জন সহযোগী রাজন ও আবু তাহের,নামে দুই ব্যাক্তি পালিয়ে যায়। তাদের বাড়ি শেরপুর ময়মনসিংহ বলে জানাযায়।তারা তিনজন ব্যাক্তিই ভাড়া থাকতো শ্রীপুর পৌর এলাকার আনসার রোডের আলাউদ্দিন হাজীর বাসায়।
চোর জাকির হোসেন এর কাছ থেকে জানাযায়, অভাবের কারণে কংকাল চুরি করতো সে। এবং তিন টি কংকাল তুলতে পারলে সে পেতো ৫০০০ হাজার টাকা। এই বিষয় নিয়ে এলাকার বাসীর মুখে বেশ সমালোচনা শুরু হয়েছে, এলাকাবাসী তারা জানান, বেঁচে থাকতেও চুরের জন্য শান্তি পাওয়া যায় না, এমনকি মরার পরেও শান্তি নেই, তারা রাতের আধাঁরে করব থেকে কংকাল চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী এ ঘটনায় চোরের দৃষ্টান্তমুলক শাস্তি চান বলে গণমাধ্যম কর্মীদের কে জানান।যাতে এরকম কাজ আর কেও না করে। এই বিষয়ে শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্তা নেয়া হবে।
Leave a Reply