আব্দুল খালেক সুমন:
গতকাল শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রতিটি ওয়ার্ডে ৩টি কেন্দ্রের মাধ্যমে একদিনে ছয়শত লোক টিকা নিয়েছে। পর্যায়ক্রমে গাজীপুর সিটি কর্পোরেশনে লক্ষাধিক লোক এ টিকা নিতে পারবে।
গতকাল শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওর্য়াড হিমার দিঘিস্থ কার্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য জনাব মোঃ নূরুল ইসলাম নূরু।
এসময় কাউন্সিলর নূরুল ইসলাম নূরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের দূর্ভোগ লাঘব ও মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষার্থে টিকা কার্যক্রম মানুষের সহজ করে দিয়েছে এবং এর জন্য অগ্রিম কোন রেজিষ্টেশনও করা লাগবেনা।
এসময় ৪৬নং ওয়ার্ডের টিকা কেন্দ্র গুলো পর্যবেক্ষণ করেন অঞ্চল ১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল নিবার্হী কর্মকর্তা জনাব মোঃ সোহরাব হোসেন, এবং তিনি বলেন সুন্দরভাবে এবং সুষ্ঠভাবে ৪৬নং ওয়ার্ডে টিকা প্রদান করা হচ্ছে ও তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সাধারণ জনগণের জ্ঞাতার্থে বলেন যে করোনা ভাইরাসের টিকা নিন সুস্থ থাকুন।
এসময় টিকা কেন্দ্র গুলোতে উপস্থিত ছিলেন, ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ, ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হক কোম্পানির শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক শামছুল হক ভূঁইয়া, ৪৬নং ওয়ার্ড সচিব কামরুল ইসলাম অভি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply