জেলা প্রতিনিধিঃ
গুলিভর্তি বিদেশি রিভলবার সহ জুনেদ আহমদ নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)
সুনামগঞ্জের প্রবাসী অধুষ্যিত শিল্পনগরী ছাতক হতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
জুনেদ ওই উপজেলার ধারণ গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।
সোমবার রাতে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র্যাব-৯ ’র সদর কোম্পানীর এক বিশেশায়িত টিম রবিবার রাতে ছাতকের সুহিতপুরের সিলেট-সুনামগঞ্জ সড়ক হতে জুনেদকে গ্রেফতার করে।
গ্রেফতার কালে তার হেফাজত হতে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার, বিপুল পরিমাণ বাংলাদেশি নগদ টাকা, ১টি মুঠোফোন , মুঠোফোনের ২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর মেজর মো. মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুদারের নেতৃত্বে অভিযান চালিয়ে গুলিভর্তি অস্ত্র, নগদ টাকা, মুঠোফোন , সিমকার্ড জব্দ করা হয়।
রাতেই গ্রেফতার জুনেদকে ছাতক থানায় সোপর্দপূর্বক জব্দকৃত আলাম মতসহ তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় র্যাবের পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়।
Leave a Reply