গাংনী প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের জন্য নির্মিতব্য ঘরের নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন এবং একই সাথে লকডাউনের ৫ম দিন ২৮-০৬-২০২১ তারিখ রোজ সোমবার বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত গাংনী পৌরসভা, মটমুড়া ইউনিয়ন এর মোহাম্মদপুর, বাওট, ছাতিয়ান গ্রাম;
বামুন্দী ইউনিয়নের বামুন্দী, তেরাইল, জোড়পুকুরিয়া এবং ঝুড়াঘাট গ্রাম;
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন এর করমদি,দেবিপুর এবং ভরাট গ্রাম এবং
ধানখোলা ইউনিয়নের চিৎলা বাজার প্রভৃতি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ৩টি মামলায় ৩ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ২৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
Leave a Reply