গৌরনদী প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১ পতিত জমি কাজে লাগিয়ে আউশ জাতের ধান চাষে গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের কৃষকদের উদ্বুদ্ধ করতে আউশ নমুনা ধান কাটা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর ০১টায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে আউশ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী।
এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সহকারি কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা আহসান হাবিব,
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আজগর মোল্লা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিথুন বণিক ও রুমানা আফরোজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান বলেন.. বোরো ধান চাষের পর উপজেলার বিভিন্ন উঁচু জমি পতিত পড়ে থাকে। কৃষকের এই ধান চাষে আগ্রহ থাকে না। অথচ ওই একই জমি ব্যবহার করে উচ্চ ফলনশীন আউশ চাষ করে বেশি লাভবান হওয়া সম্ভব। তাই উপজেলার কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এই জাতের ধান চাষ করার জন্য।
তিনি আরও বলেন এ বছর গৌরনদী উপজেলায় ১৭০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে।
Leave a Reply