“মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে আজ রবিবার সকালে জেলার গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে সকাল এগারটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বীর মুক্তিযোদ্ধা খান শামছুল হক, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নুরুজ্জামান মোল্লা প্রমূখ।
Leave a Reply