বরিশাল শাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক এলাকায় মঙ্গলবার দুপরে দুটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুর একটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি (ঢাকা মেট্রো ব-১১-১২৪৪) বাসের সাথে বিপরিত দিক থেকে আসা বিএমএফ (ঢাকা মেট্রো ব-১৪-০৬৭৫) পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বিআরটিসি বাসের পিছনে থাকা প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১২-০৩৭০) নিয়ন্ত্রন হারিয়ে বিআরটিসি বাসের পিছনে সজোরে ধাক্কা লাগে।
এতে দুইটি যাত্রিবাহী পরিবহন ও প্রাইভেটকারের চালকসহ ২৫ জন যাত্রী আহত হয়। তাৎক্ষনিক খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, দূর্ঘটনার কারনে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দ্রুত সময়ের মধ্যে দূর্ঘটনা কবলিত গাড়ী মহাসড়কের উপর থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
একইদিন সকালে মহাসড়কের আশোকাঠী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় পিকআপ-ট্রাক ও মাহেন্দ্রার ত্রিমূখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। আহতের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply