গৌরনদী প্রতিনিধি
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে শতভাগ করোনার টিকা নিশ্চিত করার লক্ষ্যে ২৪ টি কেন্দ্রে ৭২টি বুথ প্রস্তুত করা হয়েছে। আজ শনিবার এসব কেন্দ্রে পরিক্ষামূলক ও আগামি ১৪ আগষ্ট থেকে গণটিকা দেয়া হবে।
শুক্রবার সকালে উপজেলা করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যায়লয়, টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যায়ল কেন্দ্রসহ বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মডেল গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ এম রাজু আহম্মেদ হারুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply