গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার চাঁঁদশীতে আজ সোমবার সকালে সাধারন জনগনের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেজস গাছের চারা বিতরন করে গৌরনদী অাগৈলঝাড়া সমিতির সদস্যবৃন্দ। গৌরনদী অাগৈলঝাড়া সমিতির সিনিয়র সহ -সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম শাহ আলমের সৌজন্যে গাছের চারা বিতরন কালে এ সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী অাগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু্, যুগ্ন সম্পাদক সরদার আব্দুর রব, অ্যাডভোকেট সরদার আব্দুল জলিল, সদস্য এইচএম নুরুল ইসলাম, , ক্রীড়া সম্পাদক ও চাঁঁদশী ইউপি সদস্য সাব্বির হোসেন রনি, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস সাংবাদিক খায়রুল ইসলাম, মনিরুল ইসলাম লিমন প্রমূখ।
Leave a Reply