নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষনা অনুযায়ী অাগামী ৭অাগষ্ট থেকে
গ্রাম পর্যায়ে শুরু হতে যাওয়া কোভিট ১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠভাবে সমপন্ন করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টার সময় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি সম্পন্ন হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান,ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষনা অনুযায়ী অাগামী ৭অাগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হবে। তিনি আরো বলেন প্রথমে এন আইডি কার্ড জমা করে ভ্যাক্সিন নেওয়া সম্ভব হবে যাদের এন আইডি কার্ড নেই তারা স্হানীয় চেয়ারম্যান এর প্রত্যায়নের মাধ্যমে ভ্যাক্সিন নিতে পারবে। যারা এখনো এন আইডি কার্ড পাননি তারা ইউপি চেয়ারম্যানের প্রত্যায়নের মাধ্যমে ভ্যাক্সিন নিতে পারবে বলে জানান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধান সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ।
Leave a Reply