মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলার নোয়াখলা বড় সর্দার বাড়ির অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ওমর ফারুক (৭৫) গত ২২ সেপ্টেম্বর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খোয়ান। তিনি বর্তমানে সুস্থ্য হওয়ার পর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অজ্ঞান পার্টির সদস্যের ছবি চিহ্নিত করতে পারেন। তবে চিহ্নিত ঐ সদস্যের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ওমর ফারুক জানান, গত ২২সেপ্টেম্বর দুপুরে তিনি ইসলামী ব্যাংক চাটখিল শাখা থেকে ৫০হাজার টাকা উত্তোলন করে বের হলে ছবির সনাক্তকৃত অজ্ঞান পার্টির সদস্য তাকে সালাম দিয়ে মাদ্রাসায় অনুদান দেওয়ার কথা বলে তাকে নিয়ে চাটখিল পৌর মার্কেটের পাশে একটি চা দোকানে নিয়ে যান। সেখানে তাকে একটি সিঙ্গারা খেতে দিয়ে তার উপর নেশা দ্রব্য প্রয়োগ করে। তার কাছ থেকে ৫০হাজার টাকার বান্ডিলটি নিয়ে যায়। এসময় তিনি উপুড় হয়ে পড়ে মারাত্মক রক্তাক্ত জখম হন এবং জ্ঞান হারিয়ে পেলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার স্বাস্থ্যের অবনতি দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে সপ্তাহ ব্যাপী চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে তিনি ব্যাংকের পাশ্ববর্তী সিসি টিভি ফুটেজ দেখে অজ্ঞান পার্টির সদস্যের ছবি সনাক্ত করতে সক্ষম হন। সংযুক্ত ভিডিও ও ছবির ব্যক্তির সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যেদের অবহিত করার জন্য ওমর ফারুক অনুরোধ করেছেন। এই ব্যাপারে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ওমর ফারুক বাদি হয়ে গতকাল রোববার চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply