মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ও চাটখিল পৌর শহর সহ পুরো উপজেলায় অবৈধ হাইড্রোলিক ট্রাকের ছড়াছড়ি। এসব ট্রাক দিয়ে মাটি, বালু, ইট, রড ইত্যাদি বহন করা হয়। অতিরিক্ত লোড করে যানবাহন চলাচলের কারনে নষ্ট হয়ে যাচ্ছে চাটখিলে সরকারের কোটি টাকার সড়ক। অন্য দিকে এসব গাড়ির কোন বৈধ কাগজপত্র (রুট পারমিট, ফিটনেস, ট্যাক্স টোকেন) না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। আবার এই গাড়িগুলো বেশির ভাগই সরকারি রাস্তার পার্শ্বে রাখায় কয়েকটি দূর্ঘটনা ইতোপূর্বে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, খিলপাড়া বাজারে শাহ আলম ড্রাইভার একটি অবৈধ হাইড্রোলিক ট্রাক চালাচ্ছেন। এই ট্রাক দিয়ে ইতোপূর্বে দূর্ঘটনায় কয়েকজন গুরুত্বর আহত হন। কিন্তু গাড়িগুলোর বৈধ কোন কাগজপত্র না থাকায় মালিককে খূঁজে না পেয়ে ভুক্তভোগীরা কোন ক্ষতিপূরন পায়নি। শাহ আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই গাড়িটি তার নয়, এটি খিলপাড়ার রহিম হাজীর দুটি হাইড্রোলিক ট্রাকের মধ্যে একটি তিনি চালান অন্যটি আরেক ড্রাইভার চালান। গাড়ির বৈধ কাগজ পত্র আছে কিনা জানতে চাইলে তিনি এর কোন সঠিক জবাব দিতে পারেনি। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন তারা পেটের দায়ে এসব গাড়ি চালান কিন্তু মালিকের কোন তথ্য তারা দিতে রাজি হয়নি। পুরো উপজেলায় ১৫/২০টি অবৈধ হাইড্রোলিক ট্রাক রয়েছে। এই ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, এসব গাড়ির বিষয়ে বিআরটিএ তদারকি করে। তবে আমাদের প্রতি মাঝে মধ্যে সরকারি নির্দেশনা আসে তখন আমরা নির্দেশনার আলোকে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা গ্রহন করে থাকি।
Leave a Reply