মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিলে আদালতের নিষেধ উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে উপজেলার পরকোট ইউনিয়নের বাইসিন্দুর গ্রামের হোসেন উদ্দিন মিজি বাড়ির আশ্রাফুল ইসলাম বাদি হয়ে একই বাড়ির মাহবুবুর রহমান নান্নু মিয়া সহ ৭জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, আশ্রাফুলের ওয়ারিশ সূত্রে ভোগ-দখলীয় জায়গার উপরে ঐ বাড়ির মাহবুবুর রহমান নান্নু মিয়া সহ তার সঙ্গীরা জবর-দখল করে ভবন নির্মাণের কাজ করতে গেলে আশ্রাফুলেরা বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সালিশী বৈঠক হয়। সালিশী বৈঠকে নান্নু মিয়া বিচার মানে না জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ আশ্রাফুলকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে গত ৩০ মে আশ্রাফুল আদালতে মামলা দায়ের করলে আদালত আশ্রাফুলের দলিলপত্র, খতিয়ান ও অন্যান্য কাগজ পত্র পর্যালোচনা করিয়া গত ৩০ জুন উভয়পক্ষকে ঐ সম্পত্তির উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের এ্ই নির্দেশ উপেক্ষা করে ঐ জায়গা আবারো ভবন নির্মাণের কাজ শুরু করলে বাদীর স্ত্রী পুলিশকে জানালে পুলিশ নান্নু মিয়াকে কাজ বন্ধ করতে বললে দিনের বেলায় কাজ বন্ধ করে। আবার রাতের অন্ধকারে নান্নু মিয়া সঙ্গীয় লোকজন নিয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করে ভবনের নির্মাণ কাজ চালিয়ে যায় এবং এই ব্যাপারে বাড়াবাড়ি করলে বাদি আশ্রাফুল সহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এই বিষয়ে বাইসিন্দুর বাজার কমিটির সভাপতি মোমিনুল ইসলাম, ঐ গ্রামের খোরশেদ আলম সহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে সকলেই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক বিবাদিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply