মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
সরকারি নিয়ম নীতি মেনে মাদ্রাসা চালু করার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই হাসিমিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সাংবাদিক মো. শোয়েব হোসেন ভুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনার পর করোনাকালীন সময় স্বাস্থ্য বিধি মেনে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাস্ক পরা, হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাদ্রাসা পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়। ১২ সেপ্টেম্বরের পূর্বে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক শোয়েব হোসেন ভুলু জানান। সভায় বক্তব্য রাখেন – মাদ্রাসার সুপার শরিফ উল্যাহ, শিক্ষক আবু নোমান, সমাজ সেবক মনির হোসেন সহ কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply