মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকালে ওয়ান ব্যাংক চাটখিল শাখার পক্ষ থেকে কর্মহীন, অসচ্ছ ২শত৭৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এই উপলক্ষ্যে সকাল ১১টায় চাটখিল আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসা। ওয়ান ব্যাংক চাটখিল শাখার ব্যবস্থাপক এটিএম মমিন উল্যাহ’র সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন, ব্র্যাকের চাটখিল শাখার প্রধান রইছ উদ্দিন, বিজ এর শাখা প্রধান জালিছ মাহমুদ, পৌর কাউন্সিলর নওশাদুল করিম উপস্থিত ছিলেন।
খাবার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ১৫ কেজি, আলু ৫কেজি, আটা ২কেজি, ডাল ১কেজি, লবন ১ কেজি, পেয়াজ ১কেজি, তেল ১লি: শুকনো মরিচ ১০০গ্রাম ও সাবান ১টি।
Leave a Reply