মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার ৭ নং হাটপুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ ঘাটলাবাগ গ্রামের নতুন লদের বাড়ির কামরুল হাসানদের ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা। ঐসময়ে ঘরে কেউ ছিলোনা। এই ব্যাপারে কামরুল হাসান বাদী হয়ে গত শনিবার বিকেলে অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। থানা দায়ের করা অভিযোগে জানা যায়, গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কামরুলদের ঘরের সবাই আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে শনিবার বাড়িতে এসে দেখে তাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে থাকা নগদ ২লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ দামী জিনিসপত্র অজ্ঞাতনামা চোরেরা নিয়ে যায়। এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply