মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে চেকপোস্টে সিগন্যাল অমান্য করে উপ-পরিদর্শকের (এসআই) গায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন এর চালক। তাদের উদ্ধারের পর জানা যায় মোটরসাইকেলটি চোরাই। শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে চাটখিল বাজারের পৌর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় মোটরসাইকেলটিও। আটকরা হলেন- চাটখিলের সুন্দরপুর গ্রামের মো. মফিজ আলম মিলনের ছেলে মাকরাম হোসেন (২১), মো. শহিদুল্লাহর ছেলে মো. শাকিল হেসেন (১৯) ও লক্ষ্মীপুরের রামগঞ্জের নলছড়া গ্রামের (বর্তমানে সুন্দরপুর) মো. বিল্লাল হেসেনের ছেলে মো. মাহবুব আলম অন্তর (২২)।পুলিশ জানায়, রাতে একটি মোটরাসাইকেল নিয়ে তিন যুবক স্থানীয় কাচারিবাজার থেকে রামগঞ্জ যাচ্ছিলেন। চাটখিল বাজারের পৌর মার্কেটের সামনে তাদের সিগন্যাল দেয় পুলিশ। প্রথম সিগন্যাল অমান্য করায় দ্বিতীয় চেকপোস্টে সিগন্যাল দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলটি দায়িত্বরত এসআই কৃঞ্চকুমার দাসের ওপর তুলে দেন চালক।মোটরসাইকেলের ধাক্কায় এসআই কৃষ্ণকুমার মাটিতে পড়ে দুই হাতে, ডান হাঁটুতে, ঠোঁটে আঘাতপ্রাপ্ত হন। মোটরসাইকেল আরোহীরাও পড়ে আঘাতপ্রাপ্ত হন। আহত এসআই ও তিন মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে থানায় চোরাই মোটরসাইকেল বহন করা ও পুলিশ সদস্যকে আঘাত করার ঘটনায় মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply