মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
ডিবিএল গ্রুপ ঢাকা’র পক্ষ থেকে চাটখিলে কোভিট-১৯ আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। এই উপলক্ষ্যে আজ শনিবার সকালে চাটখিল উপজেলা পরিষদ সভা কক্ষে এক সভা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম। সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা। সভায় প্রধান অতিথি এইচ.এম ইব্রাহীম বলেন, তিনি ডিবিএল গ্রুপ কে চাটখিলে কোভিট-১৯ আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা প্রদানে সহযোগিতা চাইলে ডিবিএল গ্রুপ এগিয়ে আসে। তাই তিনি ডিবিএল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় তিনি আরোও বলেন দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন, আল্ট্রা মেশিন সহ প্যাথলজি ল্যাবের যন্ত্রপাতি সংক্রান্ত সমস্যা রয়েছে। যার কারনে চাটখিলের গরিব নিরিহ মানুষদের বেশি টাকা দিয়ে প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি আগামী মধ্যে এই সব সমস্যা সমাধানের জন্য নোয়াখালী জেলা সিভিল সার্জনকে বিশেষভাবে অনুরোধ জানান। এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিসহ সবাইকে আরো বেশি সক্রিয় হয়ে সেবাদানের আহ্বান জানান। সভায় সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সাংসদ এইচ.এম ইব্রাহীম উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে তিনি ৫২টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করেন।
Leave a Reply