মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং একটিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে গত শুক্র ও শনিবারে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও চাটখিল পৌরসভার ২হাজার ৫শত সিএনজি, অটোরিকশা চালাক এবং দোকান কর্মচারিদের মাঝে জনপ্রতি ১হাজার টাকা করে ২৫লাখ টাকা বিতরন করেছেন। গত শুক্রবার ৯টি ইউনিয়নে এবং গতকাল শনিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মাঠে পৌরসভার শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরনের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়। এই উপলক্ষ্যে শনিবার দুপুরে উপজেলা পরিষদের মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), চাটখিল উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক বেলায়েত হোসেন। সভায় আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার এই অর্থ প্রদান কর্মসূচি বাস্তবায়নে তাকে সহযোগিতা করার জন্য উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমিকদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।উল্লেখ্য দেশে করোনা ভাইরাস দেখা দেওয়ার পর এই ২ হাজার ৫শত শ্রমিক ছাড়াও তিনি এর আগে কয়েক দফায় তিনি চাটখিল ও সোনাইমুড়ীতে কর্মহীন অস্বচ্ছল ২৫ হাজার পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেছেন।
Leave a Reply