মোজাম্মেল হক লিটন, নোয়াখালী চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলের দশঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রামগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে জননী বাস বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন আহত হয়েছেন ১১জন নির্মান শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। আহতদের চাটখিল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতরা হচ্ছেন শাহিন আলম, আনোয়ার হোসেন, সোলেয়মান, সজীব, শহিদুল ইসলাম, শাওন, আরিফ, আবুল কালাম, মান্নান, বাদশাহ ও রিয়াজ। এদের মধ্যে গুরত্বর আহত শাওন ও বাদশা কে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে, অন্যদের চিকিৎসা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বাসটি আটকের কথা স্বীকার করেছেন।
Leave a Reply