মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিলে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্তম্ভে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। তোপধ্বনির পরপরই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকল সরকারি-বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে বিজয় দিবস পালনের বিভিন্ন কর্মসূচী পালিত হয়। সকাল সাড়ে ৮টায় পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া কে চাটখিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা। এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম.এ গোফরান উপস্থিত ছিলেন।দুপুরে উপজেলা মাঠে পূর্বা মঞ্চে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু। অতিথিরা ছাড়াও আলোচনা সভায় উপস্থিতিতের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, বীরমুক্তিযোদ্ধা রফিক উল্যাহ প্রমুখ। আলোচনা সভার বক্তব্যে বক্তরা মুক্তিযোদ্ধাদের জন্য আওয়ামীলীগ সরকার যে সুযোগ-সুবিধা করেছেন সে কৃতজ্ঞা থেকে আগামী ০৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদে চাটখিলের ৮টি ইউনিয়েন নৌকার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে বলেন। চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম সোনাইমুড়ি উপজেলাতেও একই অনুষ্ঠানে যোগদান করেন। এবং সোনাইমুড়িতেও দিনব্যাপী একই কর্মসূচী পালিত হয়। বিকাল ৩টায় দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ভলিবল অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী পরিচালিত শপথ অনুষ্ঠানে স্থা
Leave a Reply