মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল থানার বিদায়ি ওসি মো. আনোয়ারুল ইসলামের সম্মানে এক বিদায়ি সংবর্ধনা সভা গতকাল শনিবার রাতে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। সভায় বক্তব্য রাখেন, বিদায়ি ওসি মো. আনোয়ারুল ইসলাম, নবাগত ওসি মো. আবুল খায়ের, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, নোয়াখালী জেলা পরিষদ সদস্য ইমরুল চৌধুরী রাসেল, ইউ.পি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ্, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, শহিদ উল্যাহ, ইব্রাহিম খলিল সোহাগ, বাহার আলম মুন্সি প্রমুখ। সভায় বক্তারা চাটখিলে ওসি আনোয়ারুল ইসলামের আড়াই বছর দায়িত্ব পালনকালীন সময়ে তার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কারনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক নিমূলে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে চাটখিলকে মাদক মুক্ত শহর গঠনের প্রচেষ্টা এবং কয়েকটি হত্যা মামলার রহস্য অল্প সময়ে উৎঘাটন করে দৃষ্টান্ত স্থাপন করায় ওসি আনোয়ারুল ইসলামের ভূয়সী প্রংশসা করেন। বিদায়ি ওসি আনোয়ারুল ইসলাম তাকে সংবর্ধনা দেওয়ায় তিনি সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে দোয়া চান। সভা পরিচালনা করেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ।
Leave a Reply