মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার খিরিহাটি গ্রামের বেলাল হোসেন (৬৩) তার নাতি বিদেশ যাত্রীকে নিয়ে গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথে ডাকাত দলের হামলার শিকার হয়। চাটখিলের সিংবাহুড়া গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় পৌছালে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী বেলাল হোসেন বাদী হয়ে বুধবার সকালে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বেলাল হোসেন তার নাতিকে বিদেশে পাঠানোর জন্য তার বাড়ি থেকে সিএনজিতে চাটখিল আসার পথে সিংবাহুড়া পাকা রাস্তার উপর একদল ডাকাত তাদের সিএনজি গাড়ি গতিরোধ করে এবং তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার ডাকাত দল ছিনিয়ে নিয়ে যায়। তাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে গেলেও এলাকার চিহ্নিত লোকমান ডাকাত (৪৫) স্থানীয়দের হাতে আটক হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত লোকমান ডাকাত কে থানায় নিয়ে আসে। লোকমান উপজেলার বদলকোট গ্রামের মুন্সি বাড়ির মৃত. ওবায়েদুল হকের ছেলে। চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, বেলাল হোসেনের অভিযোগের ভিত্তিতে আটকৃত লোকমান ডাকাতের নামে থানায় মামলা রুজু হয়েছে এবং তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply