মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল উপজেলা পশ্চিম সুন্দরপুর গ্রামের মোহাম্মদ হোসেন (৫০) নামের এক কৃষক আজ শনিবার ভোরে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। মোহাম্মদ হোসেন ঐ গ্রামের আবদুর রব মল্লিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ফজরের নামাযের পর কৃষক তাঁর গরুর জন্য ঘাস কাটতে মাঠে যাচ্ছিল। পথিমধ্যে পাশের বাড়ির উঠানে বিদুৎতের তার ছিঁড়ে পড়ে থাকায় ঐ কৃষক বিদ্যুৎস্পৃটে হয়ে ঘটনাস্থালেই মারা যায়। স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসকে দায়ি করে বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের গাফিলিতির জন্যই মোহাম্মদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
এই ব্যাপারে চাটখিল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনা অবগত আছেন জানিয়ে বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply