মোজাম্মেল হক লিটন, চাটখিল নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের পক্ষে ভোট করার জন্য আহবান জানিয়েছেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সমবার ১৩ ডিসেম্বর বেলা ১০ ঘটিকায় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর এর বাসায় উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় নেতারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।
Leave a Reply