মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের অধিনে অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম), উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু। কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের ব্র্যাক ডিস্টিক কো-অর্ডিনেটর মো. নুরুজ্জামান, ডিস্ট্রিক ম্যানেজর কাজী খায়রুন নাহার, আরএসসি ম্যানেজার এএসএম নুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ। কর্মশালায় ইউরোপ সহ বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তা প্রদানসহ নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়। অুনষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে ইউরোপ ফেরত নজরুল ইসলাম নামের একজন অভিবাসীকে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর কবির আর্থিক সহায়তার ৯৫হাজার টাকার একটি চেক প্রদান করেন।অনুষ্ঠানে অভিবাসনের সাথে সম্পৃত্ত কর্মকর্তাবৃন্দ, সরকারি/বেসরকারি ব্যাংকের, ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের, সুশীল সমাজের, বেসরকারি সংস্থার, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিদেশ ফেরত অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply