মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার রক্তমন্দার হাটে দুই পক্ষের সংঘর্ষসের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত (১০ অক্টোবর) রোববার সকালে বাজারের স্থাপিত নলকূপের ব্যাপারে টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আবদুল কাদের মানিক ও আবদুল কাদের রতন গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঐ দিন বিকেল মানিক রতনের ভগ্নিপতি চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অপর দিকে এ ঘটনায় গতকাল সোমবার (১১ অক্টোবর) মোঃ মোস্তফা রুবেল বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র বিচারক ম্যাজিষ্ট্রেট ৭নং আমলী আদালতে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply