স্টাফ রিপোর্টারঃ চাটখিল উপজেলার শাহাপুর থেকে সোমপাড়া বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এলাকাবাসীকে সীমাহীন র্দূভোগ পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে চাটখিল উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জনসাধারনকে সরকারি সেবাসহ বিভিন্ন প্রয়োজনে প্রতি নিয়ত যাতায়াত করতে হচ্ছে। অন্য দিকে এই সড়ক দিয়েই যেতে হয় লক্ষীপুর সদর উপজেলায়। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে অবহিত করেও কোন লাভ হয়নি। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এলজিইডি’র এই সড়ক ব্যতিত বিকল্প কোন সড়ক না থাকায় চাটখিল উপজেলা এমনকি জেলা শহর নোয়াখালী ও পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলা এবং লক্ষীপুর জেলা শহরের একমাত্র এই সড়কে প্রতিদিন হাজার হাজার লোকজন নিজেদের প্রয়োজনে যাতায়াত করতে হয় কিন্তু সড়কটির বেহাল দশার কারনে প্রয়োজনে যানবাহন পাওয়া যায় না। শাহাপুর থেকে সোমপাড়া বাজার পর্যন্ত এই সড়কের পাশেই রয়েছে বিভিন্ন সরকার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক-বীমাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অথচ এই সড়টি যথাযথ সংস্কারের অভাব বর্তমানে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি দিয়ে চাটখিল উপজেলা শহর থেকে সোমপাড়া বাজার পর্যন্ত লেগুনা গাড়ির নিয়মিত চালক মো. ইউসুফ মিয়া বলেন, শাহাপুর বাজার থেকে সোমপাড়া বাজার পর্যন্ত প্রায় ৪কি.মি সড়ক দিয়ে গাড়ি কোনভাবেই চালানো যায় না! প্রতিদিনই গাড়ির মেরামতের কাজ করাতে হয় এই বেহাল সড়কের কারনে। আমরা অধিক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। একই অভিযোগ করেন এই সড়কের নিয়মিত সিএনজি চালক খোকন, আল আমিন, মুরাদ সহ বহু চালক ও স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। স্থানীয়রা অভিযোগ করে বলেন গত বছর বর্ষার মৌসুমে সড়কটি সংস্কার করা হয়। সংস্কার করা কালীন নিন্ম মানের নির্মান সামগ্রী ব্যবহার করার অভিযোগ করা হলেও ঠিকাদার বা প্রশাসন জনসাধারনের অভিযোগ কোন মূল্যায়ন করে নাই। ফলে সংস্কারের সাপ্তাহ না যেতেই বৃষ্টির পানির সাথে সড়কের কার্পেটিং উঠে যায়।অভিযোগে একমত প্রকাশ করেন শাহাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন। তিনি বলেন আমার বিদ্যালয়ের একেবারে মূল গেইটে সড়কে বিশাল গর্ত হয়ে আছে। আমরা এই সড়কটি সংস্কারের এখনই জোর দাবি জানাচ্ছি।চাটখিল উপজেলা প্রকৌশলী আবদুর রহিম সড়কটির দূরাবস্থার কথা স্বীকার করে বলেন, দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply