মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীরায় মহিলা আলিম মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করা সহ মাদ্রাসার কার্যক্রম পরিচালনার অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার সকাল সোয়া ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠানটিতে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং প্রতিষ্ঠানের কোন শিক্ষক-কর্মচারী কাউকে তিনি প্রতিষ্ঠানে পাননি। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরায় মহিলা আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে প্রভাব খাটিয়ে নিজের মত করে প্রতিষ্ঠান পরিচালন করছেন। কখনো প্রতিষ্ঠানে পতাকা উড়ে না আবার কখনো যথাসময়ে উত্তোলন করা হয় না। প্রতিষ্ঠানে শিক্ষকরাও না থাকার অভিযোগ করেন স্থানীয়রা।অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীরায় মহিলা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.এইচ. এম নোমান মোল্লা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটার কথা অস্বীকার করেন তবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠান পরিদর্শেন গিয়ে কোন শিক্ষককে প্রতিষ্ঠানে না পাওয়া ও জাতীয় পতাকা উত্তোলন না থাকার কথা স্বীকার করেন। এই ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঐ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ করা হয়েছে।
Leave a Reply