মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের মৃত. শফি উল্যাহর ছেলে মো: হোসেন (৩৪) ইউনিয়ন পরিষদে সরকারি কাজে পরিষদের কর্মচারীকে বাধা দেওয়ার দায়ে ১৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা ঐ দিনমজুরকে কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো: হোসেন ৩নং পরকোট ইউনিয়ন কার্যালয়ে তালা মেরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এবং ভ্রাম্যমাণ আদালতে মো: হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে মো: হোসেন অভিযোগ স্বীকার করে নিজেকে দোষী দাবি করে ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত মো: হোসেন কে দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারার বিধানমতে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের আদেশের পর মো; হোসেনকে জেলা কারাগারে প্রেরন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দিনমজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হয়ে দীর্ঘ দুই বছরেও বিচার না পেয়ে ক্ষীপ্ত হয়ে এই ঘটনা ঘটায়।
Leave a Reply